দুর্নীতির অভিযোগ এনে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গতকাল বনানীতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিবিএর শিক্ষার্থী ইসরাত জাহান লিনা। এ সময় শিক্ষার্থীদের প্রধান মুখপাত্র হাসিবুল হাসান রেমন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মুখপাত্র মুহতাছিম ফুয়াদসহ অর্ধশতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৩ সালে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু দীর্ঘ দুই দশকেও বিভিন্ন বোর্ড অব ট্রাস্টিজের দুর্নীতির কারণে নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে পারেনি। অস্থায়ী ক্যাম্পাসেরও ভাড়া বকেয়া রয়েছে। ক্লাসরুম সংকটের কারণে এক বছর ধরে বেশ কিছু ডিপার্টমেন্টের সব ধরনের ল্যাব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নজরুল ইসলামকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করার কথা বলেছিলেন কিন্তু গত চার মাসে নিজস্ব ক্যাম্পাসে নতুন করে একটি ইটও বসেনি।
ছাত্ররা বলেন, গত তিন বছরেরও অধিক সময় ধরে এ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ভিসি বা প্রো-ভিসি নেই। বোর্ড অব ট্রাস্টিজের পছন্দের ব্যক্তিদের এসব চেয়ারে বসিয়ে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে রাখা হয়েছিল।
নিজস্ব ক্যাম্পাস এবং অবৈধ বোর্ড অব ট্রাস্টিজের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ১৬ দিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছেন।