আগামী ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণ করতে পারবে। তবে নির্ধারিত সময় শেষে কোনোভাবেই ফরম গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসায় অধ্যয়নরত ৮ম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি বাবদ ৪০০ টাকা অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে এবং কেন্দ্র ফি বাবদ ২০০ টাকা সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। কেন্দ্র ফি পরে অধ্যক্ষ বা সুপারিনটেনডেন্ট সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দেবেন। আর ফরম পূরণের কাজ সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। বোর্ডের ওয়েবসাইটের (www.bmeb.gov.bd) ‘অনলাইন সেবা–২’ প্যানেলের eSIF বা e-FF অপশনে গিয়ে ‘JDC/দাখিল বৃত্তি e-FF ২০২৫’ নির্বাচন করে প্রক্রিয়া শুরু করা যাবে। সংশ্লিষ্ট মাদ্রাসার ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে পরীক্ষার্থীদের নাম নির্বাচন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ফরমপূরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২ নভেম্বর থেকেই সম্ভাব্য পরীক্ষার্থী তালিকা (Probable List) অনলাইনে প্রদর্শিত হবে। তালিকা যাচাই শেষে হার্ডকপিতে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এরপর অনলাইনে ফরমপূরণ করে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ‘ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট’ প্রিন্ট করার সুযোগ সক্রিয় হবে। আর ওই লিস্ট প্রিন্ট করে পরীক্ষার্থীদের সই নিয়ে প্রতি পৃষ্ঠায় মাদ্রাসা প্রধানের সই দিতে হবে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর অধ্যক্ষ ও সুপারিনটেনডেন্টদের নির্দেশনা মেনে সময়মতো ফরমপূরণ ও ফি জমার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        