সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজের এক দিন পর হাওর থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার রাউটিবিল হাওর থেকে হানিফ মিয়া (৪৫) নামের ওই কৃষকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
হানিফ মিয়া উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানপুর খেয়াঘাট গ্রামের বাসিন্দা মন্তাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি গরুকে ঘাস খাওয়াতে রাউটিবিলের কাড়ারপাড় এলাকায় যান। সন্ধ্যা পর্যন্ত না ফেরায় তার স্ত্রী গরু নিয়ে বাড়ি ফেরেন। পরে মসজিদের মাইকেও নিখোঁজের ঘোষণা দেওয়া হয়, কিন্তু কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকালে স্থানীয়রা হাওরে জাল ফেলে মাছ ধরার সময় তার মরদেহ দেখতে পান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        