দিনাজপুরের তিনটি সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ফুলবাড়ী ব্যাটালিয়নের বনতারা বিশেষ ক্যাম্প চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে।
এর আগে বৃহস্পতিবার রাতে একই ব্যাটালিয়নের কাটলা বিশেষ ক্যাম্প ৪০০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। পাশাপাশি দাইনুর বিওপি ক্যাম্পের সদস্যরাও পৃথক অভিযানে ১ হাজার ৯৮০ পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক কঠোর নজরদারিতে রয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক অভিযানে ৪০০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৪ হাজার ৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
বিডি-প্রতিদিন/আশফাক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        