বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ ব্যাটালিয়ান ও ৬০ ব্যাটালিয়ন পৃথক অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১৩৭ পিস, ভারতীয় চকলেট ৪’শ১৩ পিস কসমেটিকস সামগ্রী সিল্ক শাড়ী ২০ পিস, পাঞ্জাবী ৩’শত ৪৫ পিস, জর্জেট থ্রী পিস ৯৯ পিস এবং ৬ হাজার পিস জিলেট বেøড আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক ৪৭ লাখ ১৬ হাজার ৩৮০টাকা বলে জানানো হয়। আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 
অপরদিকে সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়ী এবং খাদ্য সামগ্রী জব্দ করে। এর মধ্যে প্রায় ৯৭ লক্ষ ৯২ হাজার টাকার ভারতীয় উন্নত মানের শাড়ী এবং ১৭ লক্ষ ৪৫ হাজার টাকার ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে।     
বিজিবি আরো জানান, সীমান্ত দিয়ে যেন ভারত থেকে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি বদ্ধপরিকর। 
বিডি প্রতিদিন/এএম
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        