বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর একটি প্রতিনিধি দল ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা উপদ্রুত এলাকায় ৫০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
আজ বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিএমইএ পরিচালক মজুমদার আরিফুর রহমান এবং পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, পিঁয়াজ, আলু, লবণ, মুড়ি, গুড়, হলুদ ও মরিচের গুড়া মশলা।
ত্রাণ বিতরণকালে বিজিএমইএ পরিচালক মজুমদার আরিফুর রহমান বলেন, “পোশাক শিল্প শুধু অর্থনীতির চালিকাশক্তিই নয়, এটি সামাজিক দায়বদ্ধতা পালনেও বদ্ধপরিকর। জাতীয় জীবনে যে কোনো কঠিন সময়ে বিজিএমইএ অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।”
পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, “ভবিষ্যতেও বিজিএমইএ দেশের যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে।”
বিডি প্রতিদিন/জুনাইদ