‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৫।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ দিয়ে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৬২ জন পুলিশ সদস্যকে পদক (বিপিএম-পিপিএম) প্রদান করবেন।
এবারের পুলিশ সপ্তাহ চার দিনব্যাপী চলবে এবং আগামী শুক্রবার (২ মে) অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। অন্যান্যবারের তুলনায় এবারের আয়োজন অনেক বেশি অনাড়ম্বর রাখা হয়েছে। মূলত আনুষ্ঠানিকতার বাইরে কার্যকর পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কর্মশালা, সম্মেলন ও প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রম সাজানো হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজারবাগ পুলিশ লাইনস্ অডিটরিয়ামে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিকালে প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে কর্মপরিকল্পনার ওপর কর্মশালা এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রেজেন্টেশন হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন