আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শনিবার যাত্রাবাড়ীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসানুল কবির ওয়াসিমের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপি নেতা জামশেদুল আলম শ্যামল, কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সালাহউদ্দিন সালু, বিএনপি নেতা তারিকুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতাকর্মী।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র মোকাবেলায় সর্তক থাকতে হবে। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওত পেতে আছে। বুনছে ষড়ষন্ত্রের জাল। স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলেনি। হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী দোসররা যেন মাথা চাড়া না দিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে।
বিডি প্রতিদিন/নাজিম