বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দলের বিরোধিতা করবেন না। যে দলের বিরোধিতা করবেন সে দল থেকে ছিটকে পড়বে।
আজ মঙ্গলবার বিকেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন দাবিতে মেহেরপুর সরকারি কলেজ মাঠে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, বাংলাদেশে সকল সংকটে জিয়া পরিবার সামনে থেকে মোকাবিলা করেছে। শহিদ জিয়া খাল কেটে দেশের অনাবাদি জমিতে ফসল ফলিয়েছেন। এক ফসলি জমিকে তিন ফসলি করেছেন। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ স্বনির্ভর হয়। আগামীতে আমাদের ঐক্যবদ্ধ থেকে বীরের বেশে তারেক রহমান দেশে ফিরবে। বাংলাদেশ হবে তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ।
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, সাবেক সংসদ সদস্য আমজদ হোসেন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ইলিয়াস হেসেন, ফয়েজ মাহমুদ ও জাহাঙ্গির বিশ্বাস প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা