আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার গুরুত্বপূর্ণ দুটি বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে লড়বেন দলের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে এই জেলার দুটি আসনে (বগুড়া-৬ ও বগুড়া-৭) নির্বাচন করে আসছেন। এই নির্বাচনী এলাকায় এবার খালেদা জিয়ার সঙ্গে তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া