আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুরের তিনটি আসনে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়ন ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে নাম চূড়ান্ত করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী সাঈদ আহমেদ আসলাম। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
মনোনয়ন ঘোষণার পর জেলায় কোনো ধরনের উত্তেজনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম শাহ বলেন, দল যাদের মনোনয়ন দিয়েছে তাদের সঙ্গেই সবাই মাঠে থাকবে, সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ