গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন।
সোমবার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মারুফ (২২)। তিনি স্থানীয় কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত যুবকের নাম জামিল (২৪)। তিনি একই এলাকার আতাউল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিল সিগারেট কোম্পানিতে চাকরি করেন। তিনি সোমবার রাত সোয়া ৭টার দিকে কুনিয়া তারগাছ বেলাল নগর রোডে দোকানে বিল আনতে যান। সেখানে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। পরে জামিলকে সাহায্য করতে গেলে মারুফকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারুফকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জামিল হাসপাতালে চিকিৎসাধীন।
জিএমপির গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/এমই