ব্রাহ্মণবাড়িয়ায় ফের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের ওপর টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ ও উকিল গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর দুই গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হলে আশপাশের ঘরবাড়িরও ক্ষতি হয়। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে বিতর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে চড়-থাপ্পড় মারেন। এরপর থেকে উভয় পক্ষে উত্তেজনা চলতে থাকে। বুধবার বিকালে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসলেও তাতে কোনো সমাধান না আসায় রাতে উভয় গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে বুধবার সন্ধ্যার পর থেকে দুই পক্ষে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’