রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দুই পা-বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর যুবককে বস্তায় ভরে ওই ভবনের নিচ তলায় ফেলে রাখা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের পরনে ছিল গোলাপি রঙের হাফ গেঞ্জি ও কালো জিনস প্যান্ট। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। গেঞ্জির কাপড় দিয়ে গলা ও দুই পা-বাঁধা অবস্থায় ছিল। তার জিব কামড় দেওয়া অবস্থায় থাকায় ধারণা করছি, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। গতকাল অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।