চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার করা ওই শিক্ষককে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় হস্তান্তর করা হয়। থানায় হস্তান্তরের পর ওই শিক্ষকের প্রতারিত ভুক্তভোগীরা থানায় ভিড় করেন।
ওই শিক্ষক হলেন- আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের রমেশ চন্দ্র হালদারের ছেলে ও ছয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদার (৫০)।
আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ঢাকার মগবাজার এলাকা থেকে র্যাব-৩ ওই শিক্ষককে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া আরও ছয়টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে রয়েছে।
দণ্ডপ্রাপ্ত মামলাটি দায়ের করেছিলেন উপজেলার ফুল্লশ্রী গ্রামের জিতেন্দ্র নাথ মজুমদারের ছেলে কালাচাঁদ মজুমদার। তার অভিযোগ, বিষ্ণুপদ হালদার তার কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। ওই মামলায় ২০২৩ সালে বরিশালের একটি আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
থানায় আসার পর প্রতারিতরা জানান, বিষ্ণুপদ হালদার আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, কালকিনি, ডাসার ও কোটালীপাড়া এলাকার বাসিন্দাদের চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান। প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল