পূর্বশত্রুতার জের ধরে ঢাকা জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও স্থানীয় বাবুলের মধ্যে ঝগড়ার একপর্যায়ে আবু সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝগড়ার একপর্যায়ে জাকিরের লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকে এলোপাতাড়ি কোপাতে থাকে। অনেকে এগিয়ে এলে তাদেরও কোপাতে থাকে তারা। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে জাকির হোসেন পলাতক। এদিকে, ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এলাকাবাসী জানান, জাকির হোসেনের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিএনপির নাম ভাঙিয়ে তিনি এলাকায় ব্যাপক অন্যায় অপকর্ম চালাচ্ছেন বলে অভিযোগ তাদের।