দিনাজপুর রাজবাড়ী সংস্কার ও খননকাজ চলাকালে একটি পুরোনো লোহার কড়াই উদ্ধার হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি অন্তত শত বছরের পুরোনো। কেউ কেউ বলছেন, এটি ১৯৬০ সালের দিকের। বড় আকারের ওই লোহার কড়াইটি রান্নার কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, রাজবাড়ীর রানীমহল ও আয়নামহল খনন করা হলে সেখানে আরও মূল্যবান ও দুর্লভ নিদর্শন পাওয়া যেতে পারে।
রাজবংশের ঐতিহ্যবাহী নিদর্শন দিনাজপুর রাজবাড়ী এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অযত্ন-অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে এ ঐতিহাসিক স্থাপনাটি। রাজপ্রাসাদে থাকা বহু মূল্যবান ও দুর্লভ জিনিসপত্র ইতোমধ্যে চুরি হয়ে গেছে। দর্শনার্থী ও পর্যটকরা এখানে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকা সত্ত্বেও এতদিন রাজবাড়ীর তেমন কোনো সংরক্ষণ বা সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। তবে সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কার কাজ শুরু হয়েছে। খননকালে রাজা আমলের লোহার কড়াইটি উদ্ধার হয়।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, ধ্বংসপ্রায় রাজবাড়ী রক্ষায় এর আগে সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কাজ শুরু হয়েছে।
ইতিহাস অনুসারে, দিনাজপুর রাজবংশের প্রতিষ্ঠা হয় ১৬০৮ সালে। প্রায় ১৬৬ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই রাজপ্রাসাদে হিন্দু, মুসলিম ও ইংরেজ — তিন যুগের স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য দেখা যায়।
বিডি-প্রতিদিন/মাইনুল