কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত পরিচয় ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মামলাটি করা হয়। মামলার পর উপজেলার আসাদপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মাইকে ঘোষণা দিয়ে আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহর মাজার, আবদু শাহর মাজার, কালাই (কানু) শাহর মাজার এবং হাওয়ালি শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় একটি মাজার সংলগ্ন তিনটি ঘরেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে মো. মহসীন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অজ্ঞাত ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং প্রতিটি মাজার এলাকায় টহল জোরদার করা হয়েছে।