রাজধানীতে নির্মিত ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএনসিসির ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম ‘মুক্তি তোরণ’, আর প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’।
ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর চেতনা ও স্মৃতিকে ধারণ করে তোরণ দুটি নির্মাণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল