রাজধানী ঢাকার মালিবাগের বকশিবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক গার্মেন্টস কর্মীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সুরভী শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের নুরুল হক খানের মেয়ে।
পুলিশ জানায়, গত রবিবার দিবাগত রাত ১টা থেকে সোমবার দুপুর দেড়টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বড় ভাই হৃদয় খান জানান, ছয় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে সুরভীর বিয়ে হয় আশিকের সাথে। তাদের চার বছর বয়সী একটি ছেলে আছে, যাকে ঘটনাপূর্বে দাদীর বাড়িতে রেখে যায় আশিক।
শাহজাহানপুর থানার এসআই মহসিন তালুকদার জানান, পারিবারিক কলহের জেরে স্বামী আশিক মোল্লাহ তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে।
শাহজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “বকশীবাগের একটি বাসায় স্বামীর সাথে ভাড়া থাকতো গার্মেন্টস কর্মী সুরভী। পারিবারিক অমতে বিয়ে করে তারা এই বাসায় উঠে। তার স্বামীও ছিলেন গার্মেন্টস কর্মী।
লাশ উদ্ধারের সময় তার স্বামীকে পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, সুরভীর বাবা মেয়েকে না পেয়ে বাসায় এসে মৃত অবস্থায় পায়। পরে পুলিশকে খবর দেয়। আমরা ধারণা করছি তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ