আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সময়ের উদ্যোগে দ্যা আইডিয়াস চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগীতা।
এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল আইডিয়াস দ্যাট চেঞ্জ লাইভস অ্যান্ড শেপ দ্য ফিউচার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপদেষ্টা ও ভারপ্রাপ্ত ডিন (ব্যবসায় প্রশাসন অনুষদ), প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, ক্লাব মেন্টররা শিক্ষক, কর্মকর্তারা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, ক্লাব সদস্য এবং শিক্ষার্থীরা।
এবারের প্রতিযোগিতায় সারা দেশের মোট ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কিত যুব কর্মসংস্থান ও লিঙ্গ বৈষম্য, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো ও উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নানা সৃজনশীল প্রকল্প ও পোস্টার উপস্থাপন করেন।
দিনশেষে বিচারকদের রায়ের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন সহ উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুর রহমান। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
দ্যা আইডিয়াস চ্যালেঞ্জ - ২০২৫ শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বিকাশের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অবদানের ধারণা সমৃদ্ধ করতে এবং পারস্পরিক শেখার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/আশফাক