প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজে এগিয়ে গেছে লিটন বাহিনী। পাকিস্তানের বিপক্ষে বলের হিসাবে যা রেকর্ড জয়। আজ একই সময়, একই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দল দ্বিতীয় ম্যাচ খেলবে। ম্যাচটি সফরকারী পাকিস্তানের সিরিজে সমতায় ফেরার এবং বাংলাদেশের সিরিজ জয়ের। মিরপুরে জিতলেই পাকিস্তানের বিপক্ষে চলতি বছরের মে-জুনে সিরিজ হারের প্রতিশোধ নেবেন টাইগাররা এবং দ্বিতীয়বার সিরিজ জিতবেন। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একমাত্র সিরিজটি জিতেছিল বাংলাদেশ। সিরিজ ছিল এক ম্যাচের। দুই দলের তিন ম্যাচের সিরিজে এখনো জেতেননি টাইগাররা। দুই দল এখন পর্যন্ত তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলেছে তিনবার। সবই জিতেছে পাকিস্তান। এবার চতুর্থবার তিন ম্যাচের সিরিজ খেলছে এবং প্রথম তিন ম্যাচের সিরিজ জয়ের সম্ভাবনা দেখা গেছে টাইগারদের। আজ যদি জিতে যান, তাহলে শ্রীলঙ্কার পর আরেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে সিরিজ জিতবেন। বাংলাদেশ এর আগে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ সিরিজে হারিয়েছে। নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছে। গত ডিসেম্বরে টি-২০ ক্রিকেটে লিটন দাস প্রথমবার টাইগারদের নেতৃত্ব দেন টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের হারিয়েছিল লিটন বাহিনী। সিরিজ জয়ের পর জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে বিসিবি ব্যাটন তুলে দেয় লিটনের হাতে। নতুন দায়িত্ব পাওয়ার পর লিটনের নেতৃত্বে টাইগাররা চতুর্থ টি-২০ সিরিজ খেলছেন এখন। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জিতেছেন। দ্বিতীয়বারের নেতৃত্বে টানা ছয় ম্যাচ হেরে চরমভাবে সমালোচিত হয়েছিলেন টাইগার অধিনায়ক লিটন। আমিরাত ও পাকিস্তানের কাছে হারের পর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যায় লিটন বাহিনী। টানা ছয় হারের পর টাইগাররা ঘুরে দাঁড়ান ডাম্বুলার রাঙগিরি স্টেডিয়ামে। রেকর্ড ব্যবধানে জিতে হারের বৃত্ত ভাঙেন। এরপর কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে মেহেদি হাসানের মায়াবী ঘূর্ণিতে ঐতিহাসিক সিরিজ জেতেন। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষা। টানা ছয় হারের পর টানা তিন ম্যাচ জিতেছেন টাইগাররা। মিরপুরে প্রথম ম্যাচ জেতার নায়ক টাইগার বোলাররা। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মে-জুনে পাকিস্তানের মটিতে সিরিজ হেরেছিল লিটন বাহিনী। ঠিক ৫০ দিনের মধ্যে লাহোরে হারের প্রতিশোধ নেয় মিরপুরে। রেকর্ড গড়া জয়ের ম্যাচে দলগত ও ব্যক্তিগত বেশ কয়েকটি রেকর্ড গড়েন টাইগাররা। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম রান খরচ করার রেকর্ড গড়েন মুস্তাফিজুর রহমান। তাঁর রেকর্ড গড়া স্পেল ৪-০-৬-২। টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড ছিল মুস্তাফিজ, রিশাদ হোসেন ও তানজিম সাকিবের। মুস্তাফিজের রেকর্ড গড়া মিতব্যয়ী স্পেলের দিনে পাকিস্তানকে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে টি-২০ ক্রিকেটে যা পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। ১১১ রানের টার্গেটে টাইগারদের জয় উপহার দেন ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে।
শিরোনাম
- নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫১
- নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী : দুদু
- ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব
- ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে পারমাণবিক উপাদান : আব্বাস আরাঘচি
- ট্রাম্পের হুমকিতে থাকা অর্থনীতি জোরদারে কানাডার প্রধানমন্ত্রীর বড় প্রকল্প ঘোষণা
- এমন কোনও নির্বাচন আয়োজন উচিত নয়, যা নিয়ে প্রশ্ন ওঠে : ডা. জাহিদ
- ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন
- ইসরায়েলি হামলা থেকে যেভাবে প্রাণে বেঁচে যান হামাস নেতারা
- ফের ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধীতায় নেতানিয়াহু
- মূল্যস্ফীতি ‘খাতায়’ কমলেও বাজারে স্বস্তি নেই
- কাতারে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা
- আম্পায়ার সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কাল
- হিজবুল্লাহ-সম্পৃক্ত সেল ধ্বংস করেছে সিরিয়া: মন্ত্রণালয়
- হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
- জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান পোল্যান্ডের
- সাড়ে ৬ ঘণ্টায় ৪ হলের ভোট গণনা
- সাগরে আবার লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি
- স্বর্ণের স্মারক মুদ্রার দাম বেড়ে ১ লাখ ৭০ হাজার টাকা
- ডাকসু : কেন এমন হলো
- উদ্বেগ-উৎকণ্ঠা থেকে বাঁচার আমল
জিতলেই সিরিজ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইরানের ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে এখনো রয়েছে পারমাণবিক উপাদান : আব্বাস আরাঘচি
৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের হুমকিতে থাকা অর্থনীতি জোরদারে কানাডার প্রধানমন্ত্রীর বড় প্রকল্প ঘোষণা
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম