প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজে এগিয়ে গেছে লিটন বাহিনী। পাকিস্তানের বিপক্ষে বলের হিসাবে যা রেকর্ড জয়। আজ একই সময়, একই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দল দ্বিতীয় ম্যাচ খেলবে। ম্যাচটি সফরকারী পাকিস্তানের সিরিজে সমতায় ফেরার এবং বাংলাদেশের সিরিজ জয়ের। মিরপুরে জিতলেই পাকিস্তানের বিপক্ষে চলতি বছরের মে-জুনে সিরিজ হারের প্রতিশোধ নেবেন টাইগাররা এবং দ্বিতীয়বার সিরিজ জিতবেন। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একমাত্র সিরিজটি জিতেছিল বাংলাদেশ। সিরিজ ছিল এক ম্যাচের। দুই দলের তিন ম্যাচের সিরিজে এখনো জেতেননি টাইগাররা। দুই দল এখন পর্যন্ত তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলেছে তিনবার। সবই জিতেছে পাকিস্তান। এবার চতুর্থবার তিন ম্যাচের সিরিজ খেলছে এবং প্রথম তিন ম্যাচের সিরিজ জয়ের সম্ভাবনা দেখা গেছে টাইগারদের। আজ যদি জিতে যান, তাহলে শ্রীলঙ্কার পর আরেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে সিরিজ জিতবেন। বাংলাদেশ এর আগে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ সিরিজে হারিয়েছে। নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছে। গত ডিসেম্বরে টি-২০ ক্রিকেটে লিটন দাস প্রথমবার টাইগারদের নেতৃত্ব দেন টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের হারিয়েছিল লিটন বাহিনী। সিরিজ জয়ের পর জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে বিসিবি ব্যাটন তুলে দেয় লিটনের হাতে। নতুন দায়িত্ব পাওয়ার পর লিটনের নেতৃত্বে টাইগাররা চতুর্থ টি-২০ সিরিজ খেলছেন এখন। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জিতেছেন। দ্বিতীয়বারের নেতৃত্বে টানা ছয় ম্যাচ হেরে চরমভাবে সমালোচিত হয়েছিলেন টাইগার অধিনায়ক লিটন। আমিরাত ও পাকিস্তানের কাছে হারের পর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যায় লিটন বাহিনী। টানা ছয় হারের পর টাইগাররা ঘুরে দাঁড়ান ডাম্বুলার রাঙগিরি স্টেডিয়ামে। রেকর্ড ব্যবধানে জিতে হারের বৃত্ত ভাঙেন। এরপর কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে মেহেদি হাসানের মায়াবী ঘূর্ণিতে ঐতিহাসিক সিরিজ জেতেন। এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষা। টানা ছয় হারের পর টানা তিন ম্যাচ জিতেছেন টাইগাররা। মিরপুরে প্রথম ম্যাচ জেতার নায়ক টাইগার বোলাররা। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মে-জুনে পাকিস্তানের মটিতে সিরিজ হেরেছিল লিটন বাহিনী। ঠিক ৫০ দিনের মধ্যে লাহোরে হারের প্রতিশোধ নেয় মিরপুরে। রেকর্ড গড়া জয়ের ম্যাচে দলগত ও ব্যক্তিগত বেশ কয়েকটি রেকর্ড গড়েন টাইগাররা। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম রান খরচ করার রেকর্ড গড়েন মুস্তাফিজুর রহমান। তাঁর রেকর্ড গড়া স্পেল ৪-০-৬-২। টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড ছিল মুস্তাফিজ, রিশাদ হোসেন ও তানজিম সাকিবের। মুস্তাফিজের রেকর্ড গড়া মিতব্যয়ী স্পেলের দিনে পাকিস্তানকে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে টি-২০ ক্রিকেটে যা পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। ১১১ রানের টার্গেটে টাইগারদের জয় উপহার দেন ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে।
শিরোনাম
- বিমান বিধ্বস্তে হতাহতের মা-বাবাদের কী জবাব দেব: প্রধান উপদেষ্টা
- সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ
- সন্তানদের ছবি হাতে হাসপাতালে ঘুরছেন বহু স্বজন
- পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলনের ডাক মমতার
- নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
- পরকীয়া সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন
- ব্রিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
- পিআর পদ্ধতির নির্বাচন ফ্যাসিবাদের পথ সুগম করবে : তারেক রহমান
- সাগরিকার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
- সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
- অবশেষে উড়তে যাচ্ছে ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান
- চট্টগ্রামে বরফকলে গ্যাস লিকেজে শ্রমিকের মৃত্যু
- বিমান বিধ্বস্তে হতাহত : মঙ্গলবার দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল
- আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা
- নিখোঁজের ৫ দিন পর কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- এনসিপির দুই দিনের সব কর্মসূচি স্থগিত
- বগুড়ায় ড্রাইভিং ও পোষাক তৈরির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- ফেনীতে ফের বন্যা, আতঙ্কে মানুষ
- ‘দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে’
- ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৩৬৪
জিতলেই সিরিজ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর