সিলেটে চা দিতে দেরি হওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে দিনার আহমদ রুমন (২২) নামে এক রেস্টুরেন্ট কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সকালে নগরীর কাজিরবাজারের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রুমন নগরীর দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, আব্বাস মিয়া নামে একজন রেস্টুরেন্টে গিয়ে চায়ের অর্ডার দেন। চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্টের কর্মচারী রুমনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি মোবাইল ফোনে তার ছেলেদের খবর দেন। ফোন পেয়ে তার ছেলে খোকন ও রুহান উপস্থিত হয়ে কর্মচারী রুমনের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা রুমনকে লাঠি ও ছুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে অভিযুক্ত আব্বাস মিয়াকে পুলিশ গ্রেপ্তার করলেও তার দুই ছেলে খোকন ও রুহান পলাতক রয়েছে।
কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, রুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনের নামসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে মামলা হয়েছে। প্রধান আসামি আব্বাসকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।