বরিশালের বানারীপাড়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত দশম শ্রেণির ছাত্রীকে তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার উপজেলার শাখারিয়া গ্রামের চান্দু মোল্লার বাড়ির সামনে থেকে অপহরণ করা হয় স্কুলছাত্রীকে। এ ঘটনায় ওই রাতে ছাত্রীর মা বাদী হয়ে পাঁচজন নামধারী ও তিনজনকে অজ্ঞাত আসামি করে বানারীপাড়া থানায় মামলা করেছেন।
আসামিরা হলো- উপজেলার মাদারকাঠি গ্রামের আবদুস সালামের ছেলে সালমান খান হৃদয়, চাখার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনের ছেলে ও চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তামজিদ নুসায়ের মিরন সরদার, চৌয়ারিপাড়া এলাকার মো. আনিছের ছেলে শাওন, চাখারের খোকন সিকদারের ছেলে ফাহিম সিকদার এবং একই এলাকার সোহাগ সিকদারের ছেলে ইমন সিকদার। বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, ঘটনার পর থেকে মামলার আসামিদের প্রত্যেকের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাই তাদের অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার বরাতে ওসি বলেন, উপজেলার চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত বখাটে হৃদয় সিকদারসহ আসামিরা। এ ঘটনায় ছাত্রীর মা গত নভেম্বরে আদালতে মামলা করেন। ভবিষ্যতে উত্ত্যক্ত না করার মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পায় বখাটেরা। গত বৃহস্পতিবার ওই ছাত্রী দশম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা দিয়ে স্বজনের মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ছাত্রদল নেতা মিরন সিকদারের নেতৃত্বে ছাত্রীকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে সিএনজিচালিত অটোতে করে নিয়ে যায়।