বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার তিন বছরের মেয়াদ আগামী সেপ্টেম্বরে সম্পন্ন হবে। তাই শিগগিরই বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্তির তোড়জোড় চলেছে। এবার বাংলাভাষী কোনো পদস্থ কূটনীতিককে দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, বাংলাদেশে আসন্ন নির্বাচনের কারণে বাংলাভাষায় দক্ষ কূটনীতিক নিয়োগের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। জানা যায়, এ ক্ষেত্রে এগিয়ে আছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব শ্রী প্রিয়া রঙ্গনাথন এবং জেনেভায় জাতিসংঘের স্থায়ী রাষ্ট্রদূত অরিন্দম বাগচীর নাম। এর বাইরে পূর্বএশিয়া বিভাগের গৌরাঙ্গলাল দাসের নামও বিবেচনায় রয়েছে। তিনিও আসাম নিবাসী বাংলাভাষী কূটনীতিক। এ ছাড়া বাঙালি হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত সন্দ্বীপ চক্রবর্তী, যুক্তরাজ্যের সুজিত ঘোষ এবং শিকাগো কনসাল জেনারেল সোমনাথ ঘোষের নামও আলোচনায় আছে।
শুধু বাংলাদেশের হাইকমিশনার নিযুক্তি নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েও ব্যাপক রদবদল আসন্ন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম বিভাগের সচিব তন্ময় লাল অবসর নেবেন শিগগিরই। চীনেও নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হবে। তাই এসব নিয়োগ নিয়ে ভাবা শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
জানা যায়, শ্রী প্রিয়া রঙ্গনাথন একসময় বাংলাদেশ বিভাগের যুগ্মসচিব ছিলেন। তিনি বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ। অরিন্দম বাংলাদেশে কাজ না করলেও তিনি প্রতিবেশী দেশে দায়িত্বে ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।