নেত্রকোনার চল্লিশাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২১) নামে যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার রাতে তার বাড়িতে গিয়ে হামলা চালায় কয়েকজন।
পুলিশ ও জানা গেছে, নেত্রকোনা সদরের বড় কাইলাটি গ্রামের মোঃ আলী ওসমানের ছেলে আলমগীরের পাশের গ্রামের রনি (২০) ও তরিকুল (১৯) কাছে ৪০০০ টাকা পাওনা ছিলো।
এ নিয়ে আলমগীর একাধিকবার তাদের কাছে পাওনা টাকা চাইলে তারা টাকা না দিয়ে আলমগীরকে ঘুরাতে থাকে।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যায় পাওনাদার আলমগীর মিয়া রনি ও তরিকুল কে তার দোকানের সামনে পেয়ে আটকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা করে।
এর জেরে পরদিন গত শুক্রবার (১২ সেপ্টেম্বর ) রাতে রনি ও তরিকুল সহ আরো ১০/১২ জন লোক রুবেল ও রনির নেতৃত্বে প্রথমে রাস্তায় আলমগীরকে মারধর করে। পরবর্তীতে আলমগীরের বাড়িতে গিয়ে ভাঙচুরের চেষ্টা চালালে আলমগীরের ছোট ভাই জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে আসে। এসময় হামলাকারীরা জাহাঙ্গীরকে মারধর করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
এরপর প্রতিবেশীদের সহযোগিতায় স্বজনরা জখমী জাহাঙ্গীরকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করেন। এরপর শনিবার জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি ((তদন্ত) চম্পক দাম সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম