প্রতিবন্ধী নাগরিকদের অধিকার, সুরক্ষা, অবহেলা ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আট দফা সুপারিশ করেছে ডিসঅ্যাবিলিটি রাইটস ওয়াচ (ডিআরডাব্লিউ)। গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় আয়োজিত এক সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ডিসঅ্যাবিলিটি রাইটস ওয়াচের সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, সদস্য সচিব খন্দকার জহুরুল আলম, সদস্য মো. জাহাঙ্গীর আলম, প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক বিশেষজ্ঞ ডা. নাফিসুর রহমান।
বক্তারা বলেন, প্রতিবন্ধী নাগরিকদের প্রতি বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে এখনই কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ডিআরডাব্লিউর পক্ষ থেকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় একটি সুনির্দিষ্ট সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপনের ঘোষণা দেওয়া হয়। ডিআরডাব্লিউ সংবাদ সম্মেলনে সরকারের কাছে আট দফা সুপারিশ উপস্থাপন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনা এবং স্বাস্থ্যসংক্রান্ত সেবাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় স্থানান্তর করা। জাতীয় ও জেলা পর্যায়ের কমিটিগুলোকে কার্যকর করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় বাজেটে প্রতিবন্ধিতা বিষয়ক বরাদ্দ বৃদ্ধি : শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা বাজেট বরাদ্দ নিশ্চিত করা।
সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা পুনর্বহাল : প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণ করা এবং তা পূর্ণভাবে কার্যকর করা।