ভিসা জালিয়াতিতে অংশ নেওয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গতকাল ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে ট্রাম্প প্রশাসনের এ বার্তার কথা জানায়।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে তাহলে সেটি আর জাতি হিসেবে টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনেন ও আশ্রয় দেন তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।
এদিকে গত ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে ৩১ জন অবৈধ বাংলাদেশিকেও ফেরত পাঠিয়েছে দেশটি। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও একজন নারী। অভিবাসন-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তারা। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে।