রাজধানীর গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী একজন বিউটিশিয়ান। গতকাল ভোর সাড়ে ৪টায় ওই নারীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকে ফারজানার ছোট বোন ফাহিমা আক্তার বলেন, আমাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। বাবা আবদুল বারেক। ভাটারার নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকত আমার বোন। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করত। অনেক আগে বিয়ে হলেও পরে ছাড়াছাড়ি হয়ে যায়। রবিবার রাতে কাজ শেষে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে নতুন বাজারের বাসায় ফিরছিল। গুলশান-২-এর ৩২ নম্বর রোডে এলে মোটরসাইকেলের চাকায় ফারজানার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ঢামেকে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলশান থানার এসআই মাহবুব হোসাইন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।