ঋতুবৈচিত্র্যের এ বাংলাদেশে একেক ঋতুতে একেক রূপ নিয়ে হাজির হয় প্রকৃতি। তাই বসন্ত আগমনের জানান দিচ্ছে শজিনা ফুল। গাছে গাছে শিমুল-পলাশের সঙ্গে শজিনা ফুলগুলো প্রকৃতিকে সাজিয়েছে আপন মহিমায়।
প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সাদা ফুলের বর্ণিল সাজে সেজেছে শস্যভান্ডারখ্যাত ঝিনাইদহের ছয় উপজেলা শহর ও গ্রামাঞ্চল। ছয় উপজেলার ৬৭ ইউনিয়ন ও ছয় পৌরসভার সব অঞ্চলে শত শত শজিনা ডাল বসতবাড়িতে রোপণ করে অনেকেই বাড়তি আয় করেন। বাড়ির আনাচকানাচ ও রাস্তার পাশে থাকা শজিনা গাছগুলো থোকায় থোকায় সাদা ফুলে ভরে উঠেছে। ফুলের গন্ধে ম-ম করছে চারপাশ। প্রতিটি গাছের ডালের গোড়া থেকে আগা পর্যন্ত ফুল আর ফুল। আগে শজিনা গাছের পাতা ঝরে পড়ে। তারপর পাতাশূন্য ডালে থোকায় থোকায় সাদা ফুলের শোভা দেখে সবাই মোহিত হয়। শজিনা বিশ্বের অন্যতম প্রয়োজনীয় একটি বৃক্ষ।
অলৌকিক গাছ হিসেবে পরিচিত। হাজরা গ্রামের বোরাক ডাক্তার বলেন, ‘এখন অনেকে বাণিজ্যিকভাবে শজিনা চাষ করে হাটবাজারে বিক্রি করেন। প্রথম দিকে দামটা একটু বেশি থাকলেও পরে কমতে শুরু করে। শুধু গ্রামাঞ্চলের মানুষের কাছেই নয়, শহরের মানুষের কাছেও শজিনা ডাঁটার ব্যাপক কদর। শজিনা পাতা ও ফুল নিঃসন্দেহে একটি পুষ্টিকর নিরাপদ খাবার। এ গাছের ছাল ও পাতা ঔষধি হিসেবে ব্যবহারও দীর্ঘদিনের।