প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুতদারির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। তারা হলেন- গুদামের মালিক সিরাজুল ইসলাম ওরফে উজ্জ্বল ও তার সহযোগী দেলোয়ার হোসেন। গত বুধবার পুরান ঢাকার বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গুদাম থেকে বিনামূল্যে বিতরণের জন্য ছাপা প্রায় ১০ হাজার বই জব্দ করা হয়েছে। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম-কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ ছাড়া জব্দ বইগুলোর বিষয়ে আদালতকে অবগত করা হবে, আদালতের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কাছে হস্তান্তর করা হবে।
যুগ্ম-কমিশনার নাসির বলেন, একটি চক্র বাংলাবাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই বিক্রয়ের উদ্দেশে মজুত করেছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ট্রাক বই জব্দ করা হয়। জব্দ করা এনসিটিবির প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের ১০ হাজার বিনামূল্যের শিক্ষার্থীদের মাঝে সরবরাহের পাঠ্যবই ছিল। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, বছরের শুরুতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে সরকারের প্রচেষ্টাকে নস্যাৎ এবং অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বই মজুত করে বিক্রি করে আসছিলেন তারা। তিনি আরও বলেন, বইগুলো পরিবহনের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়, একটা চক্র বইগুলো নিয়ে যায়। এরপর অতিরিক্ত বইগুলো এনে খোলা বাজারে বিক্রি করে দেয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সরকারি কার্যাদেশ পাওয়া ঢাকার বাংলাবাজারসহ দেশের কয়েকটি জেলার ১১৬টি প্রেসে সরকারি এই বই ছাপানো হয়। অতিরিক্ত বই ছাপানোর সুযোগ আছে কি না, বিষয়টা তদন্তনাধীন। যদি অনুসন্ধানে পাই অতিরিক্ত বই ছাপানো হয়েছে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এনসিটিবি অথবা মাউশির কেউ জড়িত রয়েছে কি না জানতে চাইলে ডিবির যুগ্ম-কমিশনার বলেন, এনসিটিবির দুটি গোডাউন রয়েছে, একটা তেজগাঁও ও আরেকটা টঙ্গীতে। সেখানেই বইগুলো সংরক্ষণ করা হয়, এর বাইরে কোথাও সংরক্ষণের সুযোগ নেই। ভিতরের কারও সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, গ্রেপ্তার উজ্জ্বল ১০ বছর আগে একই অভিযোগে একবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। এবার তার গোডাউন থেকেই বইগুলো উদ্ধার করা হয়েছে। তিনি ১০-১২ টাকা করে বইগুলো কিনে ৮০-৮৫ টাকায় বিক্রি করে আসছিলেন। বিতরণ এবং পরিবহনের অনিয়মে কার সংশ্লিষ্টতা রয়েছে এমন আরও কিছু নাম পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।