তুরস্কে বিরোধী দলের ডাকা এক দিনের বাণিজ্য বর্জন কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আন্দোলনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে কেনাকাটায় বিরত থাকার আহ্বান জানানোর অভিযোগে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো’র অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, গ্রেফতার হওয়াদের মধ্যে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি অভিনেতা সংঘ।
এই বাণিজ্য বর্জনের ডাক আসে ইস্তাম্বুলের সাবেক মেয়র ও বিরোধী নেতা একরেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল এই কর্মসূচির আহ্বান জানান।
তুরস্কের পুলিশ বলছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার বাণিজ্যিক কার্যক্রমে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম