সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের ওমরাহ ভিসার নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়মে ওমরাহ করতে ইচ্ছুকদের এন্ট্রি ভিসার মেয়াদ তিন মাসের বদলে এক মাস করা হয়েছে। তবে সৌদি আরবে ঢোকার পর সেখানে আগের মতোই তিন মাস পর্যন্ত থাকা যাবে। একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আল অ্যারাবিয়া।
নতুন এই নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, ওমরাহ করতে ইচ্ছুক ব্যক্তি যদি ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশে নিবন্ধন না করেন তাহলে তার ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ভিসা ব্যবস্থাপনা সহজতর করতে ও ওমরাহ করতে ইচ্ছুক ব্যক্তিদের প্রবেশের সুযোগ মসৃণ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, বলেছে গালফ নিউজ। গ্রীষ্ম শেষ হওয়ার পর মক্কা, মদিনায় ঠান্ডা আবহাওয়ার সময় ওমরাহ করতে ইচ্ছুকদের ভিড় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে সময় পবিত্র দুই শহরে ভিড় যেন মাত্রা ছাড়িয়ে না যায় তা নিশ্চিতে প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আল অ্যারাবিয়াকে এমনটা বলেছেন ওমরাহ ও ভ্রমণবিষয়ক সৌদি জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ বাজায়েইফার। -গালফ নিউজ
জুনের শুরুর দিকে নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর এরই মধ্যে ৪০ লাখের বেশি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট। মাত্র ৫ মাসের মধ্যে এই পরিমাণ ভিসা ইস্যুকে রেকর্ডও বলছে তারা। গত মাসে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, এখন থেকে সব ধরনের ভিসাধারীরা সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। এর ফলে ওমরাহ ভিসার বাইরেও ব্যক্তিগত, পারিবারিক, ইলেকট্রনিক, ভ্রমণ, ট্রানজিট ও চাকরির ভিসাধারীরাও ওমরাহ করার সুযোগ পাবেন। সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ এর সঙ্গে সামঞ্জস্য রেখে ওমরাহ ও হজ প্রক্রিয়া সহজ ও বিস্তৃত করার অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছিল।