পাকিস্তান কর্তৃপক্ষ আবারও ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না কোনো ভারতীয় উড়োজাহাজ। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ভারতীয় এয়ারলাইনসের পরিচালিত সব উড়োজাহাজ পাকিস্তানের আকাশপথে প্রবেশ করতে পারবে না। এ নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন কিংবা ভাড়া করা সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রেও বহাল থাকবে।
প্রসঙ্গত, ২৩ এপ্রিল প্রথমবার এ নিষেধাজ্ঞা জারি করা হয় পেহেলগাঁও সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার পুরিপ্রেক্ষিতে। পাকিস্তানের এ পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এরপর থেকে পর্যায়ক্রমে এ নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে। প্রথমবার বাড়ানো হয়েছিল ২৩ মে এবং বুধবার পাকিস্তান জানাল, আরও এক মাস বাড়িয়ে তা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। -এনডিটিভি