যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্লেগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। শুক্রবার কোকোনিনো কাউন্টি হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এ তথ্য জানিয়েছে। ২০০৭ সালের পর ওই কাউন্টিতে এটিই প্লেগে কারও মৃত্যুর প্রথম ঘটনা।
সতর্কতা অবলম্বন ও যথাযথ চিকিৎসাপদ্ধতি আবিষ্কারের ফলে প্লেগ এখন আর আগের মতো মারণব্যাধি না হলেও, বিচ্ছিন্ন এ ধরনের ঘটনা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, যুক্তরাষ্ট্রে মৃত ব্যক্তি একটি মৃত প্রাণীর সংস্পর্শে এসে প্লেগে সংক্রমিত হয়েছিলেন। চতুর্দশ শতকে ‘ব্যাক ডেথ’ নামে পরিচিত এ রোগে ইউরোপের প্রায় অর্ধেক মানুষ প্রাণ হারিয়েছিল। যদিও বর্তমানে এটি মানুষের মধ্যে খুবই বিরল ও অ্যান্টিবায়োটিক দিয়ে প্লেগের সফলভাবে চিকিৎসা করা সম্ভব। -বিবিসি