ইরানসমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রবিবার ভোররাতে নিক্ষিপ্ত ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথেই ভূপাতিত করে বলে জানিয়েছে সেনাবাহিনী। সতর্কতাস্বরূপ তেল আবিবসহ আশপাশের অঞ্চলে সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে; কোনো হতাহত হয়নি।’