পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ভাঙ্গা এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি কালো রঙের টি-শার্ট ও শর্ট প্যান্ট পরিহিত ছিলেন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ