ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শনিবার। এদিন ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে এ শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ভ্যাটিক্যান কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে পোপকে শেষ বিদায় জানাতে উপস্থিত হবেন বিশ্বনেতা ও বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরাও। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা। তারা পোপের শেষকৃত্যে উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে, পোপের শেষকৃত্যে উপস্থিত থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওয়েলসের প্রিন্স (প্রিন্স উইলিয়াম), ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন ডার লিয়েন। -বিবিসি
এদিকে পোপের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুল ও মোমবাতি নিয়ে ভ্যাটিকান সিটিতে ভিড় করছেন হাজার হাজার শোকাহত ভক্ত। মঙ্গলবার পোপের জীবনের শেষ ২৪ ঘণ্টার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে ভ্যাটিকান। সম্প্রতি পাঁচ সপ্তাহ হাসপাতালে অতিবাহিত করেন পোপ ফ্রান্সিস। ফলে রবিবার ভক্তদের অভ্যর্থনা জানাতে বারান্দায় আসতে কিছুটা শঙ্কা প্রকাশ করেন তিনি। পোপ তার ব্যক্তিগত নার্স ম্যাসিমিলিয়ানো স্ট্রাপেত্তিকে জিজ্ঞেস করেন, আপনার কি মনে হয় আমি এটা করতে পারব? ম্যাসিমিলিয়ানো তাকে আশ্বস্ত করার পর তিনি বারান্দায় আসেন এবং সেখানে জড়ো হওয়া জনতাকে আশীর্বাদ করেন। ওই দিন স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় তিনি অসুস্থ বোধ করেন। এর এক ঘণ্টা পর তিনি ম্যাসিমিলিয়ানোর দিকে হাত নাড়ান এবং এরপর কোমায় চলে যান। এরপর সকাল ৭টা ৩৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করে পরলোকগমন করেন। তার পাশে উপস্থিত ব্যক্তিরা বলেন, তিনি কষ্ট পাননি।