দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত স্থল বাহিনীর সহায়তায় রাতের যুদ্ধ অভিযানের সময় দুই পাইলটসহ ফিলিপাইনের একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির খোঁজে ব্যাপক অনুসন্ধান চলছে। সোমবার মধ্যরাতে কৌশলগত অভিযানের সময় এফএ-৫০ জেটটি বাহিনীর অন্যান্য বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে এবং লক্ষ্যবস্তু এলাকায় পৌঁছায়। নিরাপত্তার কারণে অন্যান্য বিবরণ না দিয়ে বিমান বাহিনী জানিয়েছে, অন্য বিমানগুলো মধ্য সেবু প্রদেশের একটি বিমান ঘাঁটিতে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়েছে।
ফিলিপাইনের একজন সামরিক কর্মকর্তা এপিকে জানিয়েছেন, ঘটনাটি দক্ষিণ ফিলিপাইনের একটি প্রদেশে ঘটেছে, যেখানে কমিউনিস্ট গেরিলাদের বিরুদ্ধে বিদ্রোহবিরোধী অভিযান চলছে। -আরব নিউজ
সংবেদনশীল পরিস্থিতি নিয়ে জনসমক্ষে আলোচনা করার ক্ষমতা না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা কথা বলেছেন। বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল মা. কনসুয়েলো ক্যাস্টিলো বলেছেন, আমরা শিগগিরই তাদের এবং বিমানটিকে খুঁজে বের করার বিষয়ে আশাবাদী। এই সংকটময় সময়ে আমাদের সঙ্গে প্রার্থনায় যোগ দিতে আপনাকে অনুরোধ করছি।