হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। শুক্রবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যম দুটি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বাধা পাওয়ার পর এমন পদক্ষেপ নিল বার্তা সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়- এপির মামলায় বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে। দেশটির সংবিধানের প্রথম সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। -নিউইয়র্ক টাইমস