ব্রাজিলের পারা রাজ্যের বেলেমে শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ৩০) ভেন্যুর ভেতরে অগ্নিকাণ্ডের পর আলোচনা স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলোচনা চলকালে আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছুটোছুটি শুরু করেন।
স্থানীয় সময় বেলা দুইটার দিকে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ছয় মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় সম্মেলনের পুরো প্রাঙ্গণ থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। আগুনে কাপড় দিয়ে তৈরি ভেন্যুর ছাদের একটি অংশ পুড়ে গেছে।
সম্মেলন আয়োজক কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আতঙ্কিত ২ জন অসুস্থ হয়ে পড়েন।
জাতিসংঘের জলবায়ু সংস্থা জানিয়েছে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে নিরাপত্তা পরীক্ষা করবে। শুক্রবার বিকেলের পরে ফের আলোচনা শুরুর বিষয়ে জানানো হবে।
ব্রাজিলের পর্যটনমন্ত্রী সেলসো সাবিনো জানিয়েছেন, জলবায়ু আলোচনার ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেশকিছু প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, আফ্রিকা প্যাভিলিয়ন ও ক্লাইমেট লাইভ এন্টারটেইনমেন্ট প্যাভিলিয়নের কাছে একটি দেওয়াল বরাবর আগুন জ্বলা শুরু হয়। তবে সেলসো সম্মেলনে আলোচনা শুরুর বিষয়ে কিছু জানাতে পারেননি।
ব্রাজিলের পারা রাজ্যের গভর্নর হেলদার বারবালহো বলেছেন, জেনারেটর বিকল হয়ে, অথবা বুথে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
গত সপ্তাহে কপ৩০ সম্মেলনের নীতি-প্রতিশ্রুতি-চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। এটা এই সম্মেলনের তৃতীয় বড় ঘটনা। এর আগে আদিবাসী বিক্ষোভকারীরা ভেন্যুতে ঢুকে প্রবেশমুখ অবরোধ করে অবস্থান নিয়েছিলেন।
এবারের কপ৩০ সম্মেলনে প্রায় ২০০টি দেশের ৫০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করছেন।