গাইবান্ধায় আঞ্জুমান মুফিদুল ইসলামের বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ডিবি রোডে সংগঠনটির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান।
আঞ্জুমান মুফিদুল ইসলামের জেলা সভাপতি আব্দুল লতিফ হক্কানীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ.এস.এম হুমায়ুন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, কোষাধ্যক্ষ খন্দকার ওমর জাহীদ খোকন, উপ-পরিচালক শাহজাহান খন্দকার প্রমুখ। এছাড়াও সংগঠনটির জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এতে অংশ নেন।
সভায় গেল অর্থবছরে বাস্তবায়িত কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল অর্থবছরে সংগঠনটির পক্ষ থেকে ১৩টি বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। সেইসঙ্গে ২টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ৪২৮ জন রোগী ও লাশ পরিবহন করা হয়েছে। এছাড়াও চিকিৎসা সহায়তা, আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কাজ বাস্তবায়নের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/এএ