রবিবার ভোর থেকে তীব্র বৃষ্টিতে ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি বিমান চলাচলেও ব্যাঘাত ঘটেছে।
দেশটির বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ইক্সিগো জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ২১ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দরে ৬২টি ফ্লাইট বিলম্বিত হয় এবং ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়াও দিল্লির বিজয় চৌক, কনট প্লেস, মিন্টো ব্রিজ, সরোজিনী নগর, এআইআইএমএস, জনপথ, লাজপত নগর, পঞ্চকুইয়ান মার্গসহ গুরুত্বপূর্ণ এলাকায় ভারী বর্ষণে জলাবদ্ধতা তৈরি হয়।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, দিল্লি-এনসিআরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত রাজধানীর জন্য কোনো বর্ষণ সতর্কতা জারি করা হয়নি।
উত্তর ভারতে রেড অ্যালার্ট
মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকায় চণ্ডীগড়, উত্তর হরিয়ানা, পূর্ব পাঞ্জাব ও দক্ষিণ হিমাচল প্রদেশে অতিভারি বর্ষণের জন্য রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি।
হরিয়ানার কুরুক্ষেত্র ও আম্বালায় দুপুর পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাঞ্জাবের পাটিয়ালা ও মোহালিতে বজ্রসহ বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি রয়েছে। চণ্ডীগড়ে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে ঘণ্টায় সর্বোচ্চ বাতাসের গতি ৪০ কিমি থাকার সম্ভাবনা।
উত্তর প্রদেশের প্রয়াগরাজ, আমেঠি, রায়বেরেলি ও কৌশাম্বিতে অতিভারি বর্ষণ ও মাটিতে বজ্রপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যের অন্যান্য এলাকায় অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট বলবৎ রয়েছে।
মধ্যপ্রদেশের খাজুরাহো, সাটনা, রেওয়া ও ম্যাইহারে আজ রেড অ্যালার্ট জারি আছে।
বিহারের পশ্চিমাঞ্চলের পাটনা, মুজাফ্ফরপুর, গয়া ও দরভাঙ্গায় ভারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করা হয়েছে।
সোর্স: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/আশিক