ভারতের রাজস্থানের চুরুতে বুধবার ভেঙে পড়া ভারতীয় জাগুয়ার যুদ্ধবিমানে ছিলেন দুই পাইলট। দুর্ঘটনায় দুই জনই নিহত হয়েছেন। সেই দুর্ঘটনার এক দিন পর এবার প্রকাশ্যে এল তাঁদের পরিচয়।
ভারতীয় বিমান বাহিনী বায়ুসেনার তরফে জানানো হয়েছে, নিহত দুই পাইলটের নাম লোকেন্দ্র সিংহ সিন্ধু এবং ঋষি রাজ সিংহ। ৪৪ বছর বয়সী অভিজ্ঞ স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র হরিয়ানার রোহতকের বাসিন্দা ছিলেন। তিনিই বিমানটি চালাচ্ছিলেন। সহ-পাইলট হিসাবে ছিলেন তরুণ লেফ্টেন্যান্ট ঋষি। ২৩ বছরের ঋষি রাজস্থানেরই পালির বাসিন্দা ছিলেন।
বুধবার দুপুরে প্রশিক্ষণের সময় চুরু জেলার রতনগড় শহরের অদূরে ভানুদা গ্রামের মাঠে দুই আসনের যুদ্ধবিমানটি ভেঙে পড়ে দাউ দাউ জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরাও। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানে থাকা দুই পাইলটের। তবে দুর্ঘটনায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।
এই নিয়ে চলতি বছরেই ভারতে জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ার তৃতীয় ঘটনা ঘটল। গত মার্চ মাসে হরিয়ানার পঞ্চকুলায় ভেঙে পড়েছিল জাগুয়ার যুদ্ধবিমান। প্রশিক্ষণের সময়েই দুর্ঘটনাটি ঘটেছিল। তবে ওই বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। এর পর এপ্রিলে গুজরাটের জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়ে দুই আসনবিশিষ্ট আর একটি জাগুয়ার। ওই দুর্ঘটনায় মারা যান পাইলট সিদ্ধার্থ যাদবের। সেই ঘটনার মাস তিনেকের মাথায় ফের ভেঙে পড়ল আরও এক জাগুয়ার।
বিডি প্রতিদিন/নাজমুল