গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি এলাকায় একটি কারখানার শ্রমিকরা এই অবরোধ করেন। পরে বেলা সোয়া ১১টায় সড়ক ছেড়ে পাশে অবস্থান নেন তারা।
বেলা ১১ টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে মহাসড়কের দুই পাশের লেনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করছেন। সেখানে উপস্থিত আছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সদস্যরা। সড়কে অবস্থান করায় ঢাকা ও ময়মনসিংহ অভিমুখী লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১ টা ১৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই তাদের দাবি দাওয়া সম্পর্কে দুই পক্ষের সঙ্গে আলোচনা করা হবে এমন আশ্বাস দেন সেনাবাহিনী। আশ্বাস পেয়ে তারা সড়ক ছেড়ে পাশের খোলা জায়গায় অবস্থান করছেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে মোসা. আকলিমা খাতুন বলেন, গত সোমবার তাদের কারখানার ৪০ জন শ্রমিককে বিনা কারণে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। এরপর তারা মঙ্গলবার কারখানায় গিয়ে ছাটাই করা শ্রমিকদের ফেরত আনার জন্য আবেদন করেন। কারখানা কর্তৃপক্ষ তা বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কথা রাখেননি। অপর শ্রমিক মোঃ শাকিল আহমেদ বলেন, বুধবার তারা কারখানায় গিয়ে দেখেন ফটকে কারখানা বন্ধের নোটিশ টানানো। ৪০ জন শ্রমিককে ফেরত নেওয়ার দাবি করায় এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তারা। দ্রুত তাদের ফেরত নিয়ে কারখানা খুলে দেওয়ার দাবি তাদের।
এ প্রসঙ্গে ওই কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে সেনাবাহিনী সদস্যরা এসে আলোচনা করেন। এরপর সড়ক অবরোধ ছেড়ে দেয় তারা।
বিডি প্রতিদিন/হিমেল