জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ফেরার পথে মোদিকে বহনকারী বিমান পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেছে। খবর ইন্ডিয়া ট্যুুডের।
সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে তিনি দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করেন। এর আগে মঙ্গলবার রাতেই নয়াদিল্লির উদ্দেশে রওনা হন তিনি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪–এর তথ্য অনুযায়ী, সৌদি আরব থেকে ফেরার সময় মোদিকে বহনকারী ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ বিশেষ বিমানটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলে। বিশ্লেষকরা মনে করছেন, এ সিদ্ধান্ত ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর সর্বোচ্চ সতর্কতারই প্রমাণ।
মঙ্গলবার সকালে সৌদি সফরের পথে প্রধানমন্ত্রীর ভারতীয় বিমানবাহিনীর বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিল। কিন্তু ফিরতি পথে একই পথ অনুসরণ না করে বিমানটি সরাসরি আরব সাগরের উপর দিয়ে গুজরাট হয়ে উত্তর দিকে ঘুরে দিল্লিতে পৌঁছে।
বিমান রুটের এই পরিবর্তন বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তান থেকে উদ্ভূত সম্ভাব্য হুমকির প্রতি ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর সচেতন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
দিল্লিতে পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী মোদি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সঙ্গে নিয়ে জরুরি বৈঠকে বসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পর্যটন শহর পেহেলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হন। এতে গোটা দেশজুড়ে নেমে আসে উদ্বেগ ও আতঙ্ক। নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিকও রয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ