সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী বোলিং করে ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। ম্যাচে ৯ উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেলেন তিনি। এই কীর্তি গড়লেন মাত্র ১১টি টেস্ট খেলে—যা জিম্বাবুয়ের হয়ে যৌথভাবে দ্রুততম রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তি হিথ স্ট্রিকের দখলে।
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ও প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে মোট ৯ উইকেট শিকার করেন মুজারাবানি। বাংলাদেশের ইনিংসের শেষ ব্যাটার জাকের আলিকে আউট করেই টেস্টে নিজের ৫০তম উইকেটটি পূর্ণ করেন এই দীর্ঘদেহী পেসার।
অবিশ্বাস্যভাবে ফিরে এসেছেন মুজারাবানি। প্রথম ৮ টেস্টে যেখানে ছিল মাত্র ২৫ উইকেট, সেখানে পরের ৩ টেস্টেই তুলে নিয়েছেন আরও ২৫ উইকেট।
এ বছরের জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে বুলাওয়ে টেস্টে শুরু হয় তার দুর্দান্ত রূপান্তর। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে জানান দেন নিজের উপস্থিতির। পরের টেস্টে একই ভেন্যুতে শিকার করেন ৮ উইকেট। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নিয়ে গড়েন জিম্বাবুয়ের পেসারদের মধ্যে সেরা ইনিংস বোলিংয়ের রেকর্ড।
সিলেটে সেই পারফরম্যান্সকে ছাপিয়ে গেলেন পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে।
৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই পেসার এখন আর শুধুই সম্ভাবনার নাম নয়—তিনি হয়ে উঠেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের নির্ভরতার প্রতীক। হিথ স্ট্রিকের পাশে নাম লেখানো মুজারাবানির সামনে এখন টেস্ট বোলিংয়ে আরও বড় মঞ্চ ও রেকর্ডের হাতছানি।
বিডি প্রতিদিন/মুসা