ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাট থানার অন্তর্গত রায়পুরের তিনের ঘেরি এলাকা। এই বিস্ফোরণে এখনো পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ পরপর বিস্ফোরণে কেঁপে উঠে ওই এলাকা। প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাড়ির মধ্যে মজুদ করে রাখা আতশবাজি ও তার মশলা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে গোটা বাড়িতেই কার্যত ভস্মীভূত হয়ে যায়। চারিদিক ঘন ধোঁয়ায় ছেয়ে যায়। বিস্ফোরণের বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথম সেখানে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি এসে পৌঁছায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঢোলাহাট থানার পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাড়িটি চন্দ্রকান্ত বণিক নামে এক ব্যক্তির। আসন্ন বাসন্তী পূজা উপলক্ষে ওই বাড়িতে অবৈধভাবে আতশবাজি বানানোর কাজ চলছিল। এদিন রাতে তৈরি আতশবাজি এবং আতশবাজি তৈরির মশলা আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে একই পরিবারের ছয় জন রয়েছে বলে জানা গেছে। যদিও তাদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ