ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।
সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা একটি ‘ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।’ তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে।
এদিকে, হুথিরা আরও জানিয়েছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ‘ক্ষেপণাস্ত্র এবং ড্রোন’ নিক্ষেপ করেছে। যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র : আল জাজিরা ও প্রেস টিভির।
বিডি-প্রতিদিন/শআ