কলকাতা পুরসভার উদ্যোগে আয়ােজিত ইফতার পার্টিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার পার্ক সার্কাস ময়দানে আয়োজন করা হয়েছিল 'দাওয়াত-এ-ইফতার' শীর্ষক ওই ইফতার মাহফিল।
এদিন ১৭ রমজানে 'দাওয়াত-এ-ইফতার' মাহফিলে প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জী। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী বাবুল সুপ্রিয়, শশী পাঁজা, সুজিত বসু, জাভেদ খান, চন্দ্রিমা ভট্টাচার্য শোভন দেব চট্টোপাধ্যায়, তৃণমূল সাংসদ মালা রায়, বিধায়ক স্বর্ণ কমল সাহা, নির্মল মাঝি, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার প্রমুখ। উপস্থিত ছিলেন মুসলিম সমাজের প্রতিনিধিরাও।
অনুষ্ঠানের শুরুতে সংখ্যালঘুদের ভাই-বোনেদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী।
গতকাল সোমবার ফুরফুরা শরীফে দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। হুগলি জেলার জঙ্গিপাড়ায় অবস্থিত ফুরফুরা দরবার শরীফ ভবনের মুসাফিরখানায় ইফতারে অংশগ্রহণ করেন মমতা ব্যানার্জী।
বিডি প্রতিদিন/আরাফাত